বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ০১:২২:১৫

এই অভিনেত্রী মৃত্যুর `কিছুক্ষণ' আগেই টুইটারে ছবি বদলান

এই অভিনেত্রী মৃত্যুর `কিছুক্ষণ' আগেই টুইটারে ছবি বদলান

বিনোদন ডেস্ক : সাবেক ‘বিগ বস’ তারকা ও বিজেপি নেত্রী সোনালি ফোগত মারা গেছেন। সোমবার মধ্যরাতে হঠাৎ হৃদ্যন্ত্র বিকল হয়ে তার মৃত্যু হয়েছে বলে ভারতের কয়েকটি গণমাধ্যমে প্রতিবেদনে জানা গেছে। তার বয়স হয়েছিল ৪১ বছর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয় এই অভিনেত্রী মৃত্যুর কিছু আগে তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। তিনি একই সময়ে টুইটার অ্যাকাউন্টে তার প্রোফাইল ছবিও পরিবর্তন করেন বলে জানা গেছে। বিষয়টি তার ভক্তদের মনে দাগ কেটেছে। 

দুদিন আগেই সহকর্মীদের সঙ্গে তিনি গোয়া গিয়েছিলেন বলে জানা গেছে। সেখানেই তার মৃত্যু হয়।ছোটপর্দায় সোনালি ফোগতকে শেষবার দেখা গিয়েছিল ‘বিগ বস ১৪’-এ। তিনি একজন ওয়াইল্ডকার্ড প্রতিযোগী হিসেবে ব্যাপক জনপ্রিয় হন।

প্রথমে কংগ্রেসে থাকলেও পরে বিজেপিতে যোগ দেন সোনালি। ২০১৯ সালে হরিয়ানা নির্বাচনে বিজেপির টিকিটে আদমপুর থেকে বিধানসভা নির্বাচনে লড়েছিলেন তিনি। 

অবশ্য রাজনীতিকের চেয়ে অভিনেত্রী হিসেবেই বেশি পরিচিত ছিলেন সোনালি। ২০১৬ সালে টেলিভিশন সিরিয়াল ‘এক মা জো লাখো কে লিয়ে বনি আম্মা’-র মাধ্যমে তার অভিনয়ে আত্মপ্রকাশ। 

এর পর হরিয়ানভি চলচ্চিত্র ‘ছোড়িয়ান ছোরোঁ এস কাম নাহি হোতি’-তে দেখা যায় তাকে। বেশ কয়েকটি পাঞ্জাবি এবং হরিয়ানভি মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন। সবশেষ ওয়েব সিরিজ, ‘দ্য স্টোরি অফ বদমাশগড়’-এ দেখা গিয়েছিল সোনালিকে।

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকেও খুব জনপ্রিয় ছিলেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে